হঠাৎ বৃষ্টিতে বইমেলা লণ্ডভণ্ড

শুরু হয়েছে বসন্ত। এখনও রেশ কাটেনি শীতের। আর এরইমধ্যে নগরে হানা দিয়েছে বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। কোথাও উপড়ে পড়েছে গাছ, কোথাও বৃষ্টিতে জমেছে থৈ থৈ পানি। দমকা হাওয়াসহ বৃষ্টির প্রকোপ থেকে বাদ যায়নি এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরের একুশে বইমেলাও। হঠাৎ বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে বইমেলা।

- Advertisement -

প্রকাশনা প্রতিষ্ঠান পেন্সিল পাবলিকেশন, অ্যাডর্ন, নন্দন বইঘর, আবীর প্রকাশনীসহ অনেকগুলো স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে । বেশকিছু স্টলের বইপত্র ভিজে গেছে। আবার কয়েকটি স্টলের সামনে দেখা গেল ভেজা বইয়ের স্তূপ। বৃষ্টির থামার পরপরই দোকানের কর্মীরা এসব বই শুকাতে ব্যস্ত হয়ে পড়েন।

- Advertisement -google news follower

বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও, কয়েক লাখ টাকার বই নষ্ট হয়েছে বলে ধারণা করছেন আয়োজকরা।

এ ব্যাপারে বইমেলা উদযাপন কমিটির যুগ্ম সচিব জামাল উদ্দিন জয়নিউজকে জানান, ঝড়ে বইমেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। হাজারো বই একেবারে নষ্ট হয়ে গেছে। এখনো টাকার অংক হিসাব করা হয়নি। তবে ধারণা করছি, ১৬ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -islamibank

তবে বিকাল থেকে বইমেলায় আগত দর্শনাথীরা যাতে স্বাভাবিকভাবে ঘুরতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM