প্রস্রাবখানা গুঁড়িয়ে দিলেন ইউএনও

0

প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রস্রাবখানা গুঁড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও।

এ ব্যাপারে ইউএনও জানান, দীর্ঘদিন ধরে ওই প্রাথমিক বিদ্যালয়ের বেশকিছু জায়গা একটি চক্র প্রস্রাবখানা নির্মাণ করে দখলে রেখেছিল। ফলে দুর্গন্ধের কারণে বিদ্যালয়ের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী চরম দূর্ভোগ পোহাচ্ছিল।

তিনি আরো জানান, দুর্গন্ধের মধ্যেই এতদিন শিক্ষার্থীদের ক্লাশ করতে হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি প্রস্রাবখানাটি গুঁড়িয়ে দিয়ে জায়গাটি উদ্ধার করি।

জয়নিউজ/তালেব/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM