চট্টগ্রাম বিমাবন্দরে বিমান জিম্মি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান (ময়ূরপঙ্খি বিজি- ১৪৭)  জিম্মি করে রেখেছে এক অস্ত্রধারী। পুলিশ বিমানটি ঘিরে রেখেছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

সূত্র জানায়, বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। বিমানটিতে ১৪২ যাত্রী, ৫ কেবিন ক্রু ও ২ ককপিট ক্রু ছিলেন।

- Advertisement -google news follower

ঢাকা থেকে ওড়ার ১৫ মিনিটের মাথায় এটি ছিনতাই হয়। বিমানটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে। বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি কেউ একজন বলে এক যাত্রীর বরাতে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।

এ ঘটনার পর বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থাকে বিমানবন্দরে জরুরি তলব করা হয়েছে।

- Advertisement -islamibank

সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানিয়েছেন, বিমানের ভেতরে সন্দেহভাজন ও দুইজন ক্রু রয়েছেন।

জয়নিউজ/রুবেল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM