ফাইনালে বাংলাদেশ

0

সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালনিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।

দলের পক্ষে গোল করেছেন আনাই মগিনি, আনুচিং মগিনি, তহুরাখাতুন, মারিয়া মান্ডা এবং শাহেদা আক্তার রিপা।

এই জয়ে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরেও ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল।

চ্যাম্পিয়নশিপের মুকুট ধরেরাখতে বাংলাদেশের মেয়েদের সামনে এখন মাত্র এক ম্যাচ বাকি। প্রতিপক্ষ  ভারত।

আর সেই ম্যাচেভারতকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ এশিয়ার সেরা হবে লাল-সবুজরা। টুর্নামেন্টেরফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট।

বৃহস্পতিবার (১৬ আগস্ট সেমিফাইনালে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুথেকেই চাপ প্রয়োগ করে খেলে বাংলাদেশ। একের পর এক আক্রমণ শানিয়ে ব্যতিব্যস্ত করে তোলেভুটানের রক্ষণভাগকে।

২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথমআসর। ওই আসরের ফাইনাল ম্যাচে ভারতেক ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM