ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালনিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।

- Advertisement -

দলের পক্ষে গোল করেছেন আনাই মগিনি, আনুচিং মগিনি, তহুরাখাতুন, মারিয়া মান্ডা এবং শাহেদা আক্তার রিপা।

- Advertisement -google news follower

এই জয়ে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরেও ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল।

চ্যাম্পিয়নশিপের মুকুট ধরেরাখতে বাংলাদেশের মেয়েদের সামনে এখন মাত্র এক ম্যাচ বাকি। প্রতিপক্ষ  ভারত।

- Advertisement -islamibank

আর সেই ম্যাচেভারতকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ এশিয়ার সেরা হবে লাল-সবুজরা। টুর্নামেন্টেরফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট।

বৃহস্পতিবার (১৬ আগস্ট সেমিফাইনালে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুথেকেই চাপ প্রয়োগ করে খেলে বাংলাদেশ। একের পর এক আক্রমণ শানিয়ে ব্যতিব্যস্ত করে তোলেভুটানের রক্ষণভাগকে।

২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথমআসর। ওই আসরের ফাইনাল ম্যাচে ভারতেক ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM