বঙ্গবন্ধু উপাধির ৫০ বছর আজ

0

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভের ৫০ বছর পূর্তি আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি)। ১৯৬৯ সালের এই দিনে তাকে এ উপাধিতে ভূষিত করেন তৎকালীন ছাত্রলীগ নেতা বর্তমান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ।

১৯৬৮ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করে এবং তাকে কারাগারে নেয়। আন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমানের মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। মুক্তি পান শেখ মুজিবসহ অন্য আসামিরা।

২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে রমনার রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ।

এরপর থেকে বাংলার মানুষ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করতেই বেশি পছন্দ করেন।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM