আদর্শলিপি

আজ এনটিভিতে ভাষা দিবসের নাটক ‘আদর্শলিপি’। এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমাম।
নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। গল্প মনি হায়দারের। চিত্রনাট্যও তার লেখা।

- Advertisement -

নাটকটি প্রসঙ্গে নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছি। খুব স্পর্শকাতর গল্প। সৈয়দ হাসান ইমাম এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম কফিলউদ্দিন। আশা করছি, সবার ভালো লাগবে।’

- Advertisement -google news follower

নাটকের কাহিনিতে দেখা যাবে, বসার ঘরে গম্ভীর মুখে শাহাদাতকে বসে থাকতে দেখে অবাক হয় এরিনা। শাহাদাত শ্বশুরবাড়ি এসেছে পূবালী লঞ্চে। লঞ্চ যখন কাউখালী পার হয়ে হুলার হাটের দিকে যাত্রা করে, তখন প্রায় দুপুর। কেবিনে একা একা ঝিমুচ্ছিল।

হঠাৎ কানে আসে খুব পরিচিত এক কণ্ঠস্বর, ‘ভাই আদর্শলিপি লাগবে, আদর্শলিপি!’ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না শাহাদাত। নিজের শ্বশুর রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়াচ্ছেন আদর্শলিপি!

- Advertisement -islamibank

শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। এতে সৈয়দ হাসান ইমাম ছাড়াও আছেন শাহেদ আলী সুজন, দীপা খন্দকার, গোলাম কিবরিয়া তানভীর ও তাহমিনা অথৈ।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM