দেশকে এগিয়ে নিতে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে: অহীদ সিরাজ চৌধুরী

0

নগরের বন্দর এলাকার ‘হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে ২০০৩ ব্যাচের পুনর্মিলনি ২১ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জয়নিউজ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নিউজ সম্পাদক বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আর আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজ ও দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র-শিক্ষক অভিবাবক সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তাহমিনা এন্টারপ্রাইজের কর্ণধার মোরশেদুল আলম চৌধুরী তাজু, প্রাইম ডিস্ট্রিবিউশনের ব্যবস্থপনা পরিচালক রাশেদুল আলম মামুন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা নিপা বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন শিক্ষকসহ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা।

জয়নিউজ/আজিজ/পলাশ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM