সংরক্ষিত নারী সাংসদরা শপথ নেবেন কাল

0

একাদশ সংসদের ৪৯ সংরক্ষিত নারী সাংসদ শপথ নেবেন বুধবার (২০ ফেব্রুয়ারি)। বুধবার সকাল সাড়ে ১০টায় সংসদের নিচতলায় শপথকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জানা গেছে, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচিত সাংসদদের কাছে চিঠিও দেওয়া হচ্ছে।

এর আগে রোববার (১৭ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনের নারী সাংসদদের নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, ৪৯টি নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

এরমধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং ১ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির এমপিরা এখনো শপথ না নেওয়ায় তাদের নির্ধারিত ১টি আসন শূন্য রয়েছে।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM