আত্মসমর্পণের পর বিএনপির ৫৩ নেতা-কর্মী কারাগারে

0

কর্ণফুলী থানায় দায়ের হওয়া ১২টি নাশকতার মামলায় বিএনপির ৫৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৮ ফেব্রুয়ারি) নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন।

মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ৫৩ নেতা-কর্মীর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাসসহ বেশ কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জয়নিউজকে জানিয়েছেন, কর্ণফুলী থানায় দায়ের হওয়া ১২টি মামলায় বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

ওই জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

জয়নিউজ/রুবেল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM