গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

0

নগরের ডবলমুরিং এলাকায় সাথী বেগম (২৩) নামের এক গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করান স্বজনরা। আগুনে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার সকাল ৮টার দিকে নগরের সিডিএ ১৯ নম্বর এলাকার বাসায় গৃহবধূ সাথী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্বামী সুমনের সঙ্গে তিনি ওই এলাকায় থাকতেন। তবে কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, গৃহবধূর অবস্থা খুব খারাপ। তাকে দ্রুত ঢাকা নেওয়ার জন্য চিকিৎসকরা তাগিদ দিলেও, স্বজনরা আর্থিক অবস্থার কারণে নিতে পারছেন না। বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM