এসএমজিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

0

নগরে এসএমজি, ২৭ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ ওয়াহিদুল ইসলাম সোহেল (৫৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার(১৭ ফেব্রুয়ারি) বিকালে নগরের বাদুরতলা বড়গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়াহিদুল ইসলাম সোহেল কাপাসগোলা এলাকার মাজহারুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জয়নিউজকে বলেন, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার এসএমজি, গুলি ও কার্তুজ বিক্রি করতে যাওয়ার সময় সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, সোহেলের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জয়নিউজ/রুবেল/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM