নগরের প্রায় প্রতিটি প্রধান সড়কের ফুটপাতই এখন চলে গেছে অবৈধ দখলে। অনেকেই খুলে বসেছেন দোকান। আবার অনেকে ব্যবসায়ের মালামাল রাখার গুদাম বানিয়ে ফেলেছেন ফুটপাতকেই। তাই বাধ্য হয়ে পথচারীদের অনেকসময় মূল সড়কেই হাঁটতে হয়। নগরের কোতোয়ালি এলাকার ফুটপাতে দেখা মিলল এমন দৃশ্যের। এই এলাকাতেই কিছুদিন আগে মূল সড়কে হাঁটতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় নিহত হন সরকারি সিটি কলেজের এক ছাত্রী। শনিবার সকালে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।