কালুরঘাটে ইট পড়ে শ্রমিকের মৃত্যু

0

নগরের কালুরঘাটে বিসিক শিল্প এলাকায় মাথায় ইট পড়ে মো. আরমান আলম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার এসআই কাজল জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আরমান এশিয়ান প্যাসিফিক গার্মেন্টসে রাতের শিফটে কাজ করতেন। ভোর রাত চারটার দিকে চুল্লির পাশে ঘুমন্ত অবস্থায় ইটের স্তূপের সারি থেকে ইট পড়ায় মৃত্যু হয় তার।

আরমান হাটহাজারী থানার কুয়াইশ এলাকার আফজাল তালুকদারের বাড়ির জাহাঙ্গীরের ছেলে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM