বান্দরবানে আগুনে পুড়েছে ৬ দোকান-ঘর

0

বান্দরবানে আগুনে ৬ দোকান ও ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় একটি আইস ফ্যাক্টরিসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন।

জয়নিউজ/আলাউদ্দিন/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM