বোমা নয়, বেগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের সামনে রাত থেকে পড়েছিল বোমাসদৃশ বস্তু। সকাল পর্যন্ত বস্তুটিকে ঘিরে রেখে খবর দেওয়া হয় সিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটকে। এটি নিস্ক্রিয় করতে গিয়ে দেখা গেল বোমা নয়, এটি আসলে বেগুন।

- Advertisement -

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এ বিষয়ে হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, জঙ্গলে পড়ে থাকতে দেখে আমরা এটিকে বোমা মনে করেছিলাম। কিন্তু দেখা গেছে, এটা বেগুন। পুরোটাই ভুয়া ছিল।

তিনি আরো জানান, বেগুনকে টেপের মাধ্যমে মুড়িয়ে বোমার আকার দেওয়া হয়েছে। তবে কে বা কারা এটা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -islamibank

এর আগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তুটি দেখে সতর্ক অবস্থান নেয় পুলিশ।

জয়নিউজ/নবাব/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM