এ যেন সড়ক নয়, ডাস্টবিন। নগরের ঈদগা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সড়কের বিশাল অংশজুড়ে প্রতিদিন স্তূপ করা হচ্ছে বর্জ্য। এর দুর্গন্ধে এলাকার মানুষের টেকা দায়। নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। পথচারী আর স্কুলের ছাত্র-ছাত্রীদের নাক চেপে পথ চলতে হয়। দেখার কি কেউ নেই! হালিশহর ঈদগা এলাকা থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া