চকরিয়ায় ট্রলারডুবিতে নারী-শিশুসহ আহত ১৫

0

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী নৌ জেটিঘাটে যাত্রীবাহী ট্রলারডুবিতে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বদরখালী জেটিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধারে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি ও মহেশখালী কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি গোলাম মোরশেদ সরকার জয়নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে বদরখালী পুলিশ ফাঁড়ি ও মহেশখালী কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে ট্রলারটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

জয়নিউজ/গিয়াস/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM