মধুর ক্যান্টিনে ছাত্রদল

0

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দকে দীর্ঘ নয় বছর পর মধুর ক্যান্টিনে দেখা গেছে। ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি ও তাদের অবস্থান জানাতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনেরও কথা রয়েছে ছাত্রদলের।

জানা যায়, বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে যান। এসময় ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রনেতারাও মধুর ক্যান্টিনে উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাদের।

সরেজমিন দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা টেবিলে বসে চা পান করছেন। তবে সেখানে তাদের তিন দিক থেকে ঘিরে বিরতিহীনভাবে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উল্লেখ, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জয়নিউজ/অভিজিত/শহীদ
আরও পড়ুন
লোড হচ্ছে...
×