বঙ্গোপসাগরে ভূমিকম্প

0

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। এর জের ধরে কেঁপে ওঠে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন অংশ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ভূকম্পন অনুভূত হয়।

জানা গেছে, সোমবার রাত ১.৩০টা নাগাদ চেন্নাই থেকে ৬০৯ কি.মি. দূরে সমুদ্রস্তরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে চেন্নাইয়ের মানুষজন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে তারা।
অনেকেই স্মরণ করে ২০০৪ এর সুনামি কিংবা ২০০২-এ গুজরাটের ভূজের ভূমিকম্পের কথা।

এর আগে ওই এলাকায় বেশিরভাগ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হতে দেখা গিয়েছে। রাতের ভূমিকম্প ২০০৪ সালের সুনামির আতঙ্ক মনে করিয়ে দিয়েছে বলে টুইটারে মন্তব্য ছিল অনেকের।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM