মোবাইল নেই? তাতে কী! এ যুগের শিশুরা সেলফিক্রেজ মেটানোর পথ ঠিক খুঁজে নেয়। ছবির ‘রাখালবালকের’ প্রতীকী ‘ক্যামেরা’ আর অঙ্গভঙ্গি প্রমাণ করে দেয় শিশুদের মধ্যে সেলফিক্রেজ এখন কতটা তীব্র। নগরের মেরিনার্স সড়ক এলাকা থেকে সোমবার ছবিটি ক্যামেরাবন্দী করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।