জনতার মুখোমুখি ব্যারিস্টার আনিস

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নিয়েছেন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। সরাসরি কথা বলেছেন এলাকার মানুষের সঙ্গে। শুনেছেন তাদের সুখ-দুঃখের কথা।

- Advertisement -

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন শেষে এলাকার সাধারণ মানুষের কথা শোনেন।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখলেও ব্যারিস্টার আনিস অনুষ্ঠান মঞ্চে বসে স্থানীয়দের নানা সমস্যার কথা শোনেন। এসময় তিনি তাদের সমস্যা সমাধানের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, ঘাসফুলের ইউনিয়ন ম্যানেজার মো. আরিফ, মুক্তিযোদ্ধা মো. নুরুল হুদা, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, আকবর হায়দার চৌধুরী, আনোয়ারুল চৌধুরী বাবুল ও সাংসদের সহকারী একান্ত সচিব সৈয়দ মঞ্জুরুল আলম।

- Advertisement -islamibank

উল্লেখ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ঘাসফুলের বাস্তবায়নে প্রবীণ সামাজিক কেন্দ্র, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ কর্মসূচি, কম্পিউটার প্রিন্টার্স, নারী উন্নয়ন কেন্দ্র, সুবর্ণ নাগরিক প্রতিবন্ধীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ, সিটিজেন চার্টার বিতরণ কর্মসূচি, ওয়াইফাই সেবা কেন্দ্র, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও নারী উন্নয়ন কেন্দ্র উদ্বোধন শেষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জয়নিউজ/আবু তালেব/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM