সাগর-রুনি হত্যারহস্য উদঘাটনের দাবি

0

সাংবাদিক দম্পতি সাগর- রুনি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধন থেকে সাগর-রুনি হত্যাকাণ্ডের মূল হোতাদের দ্রুত খুঁজে বের করে দষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, অপরাধীরা হত্যাকাণ্ড ঘটিয়ে রক্ষা পাওয়ার কারণে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ৭ বছর পার হলেও ধরা পড়েনি সাগর-রুনির হত্যাকারীরা। জীবন বাজি রেখে কাজ করলেও সাংবাদিকরা আজ নিরাপদ নয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে ও সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য, এইচ এম প্রফুল্ল, সংগঠনের সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সাংবাদিক রূপায়ন তালুকদার, শংকর চৌধুরী, আল-মামুন প্রমূখ।

জয়নিউজ/সবুজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM