সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেলাল উদ্দিন বাবরকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

- Advertisement -

এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারির ইমামনগরের নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে আসে।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তবে পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম জয়নিউজকে বলেন, আটক হেলাল নাশকতার একাধিক মামলার আসামি। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদে খবর পেয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জল হোসেন জয়নিউজকে বলেন, সরকার পুরো দেশকে একটি কারাগারে পরিণত করেছে। হেলালকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। তার মুক্তির দাবি করেন তিনি।

জয়নিউজ/সেকান্দর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM