সময়টা শীতের। ঋতুবদলের পালায় শুষ্ক এই মৌসুমে কর্ণফুলী নদীর ভরা যৌবনের দেখা না মেলাটাই স্বাভাবিক। কিন্তু বিশেষ এই ছবিটিতে দৃষ্টি আকর্ষণের কারণটা ভিন্ন। নদীর জলের রংটা দেখুন। এমন ‘কুৎসিত’ বর্ণ শুধু দৃষ্টিকটুই নয়, শঙ্কা জাগানিয়াও বটে। জেলা প্রশাসনের অভিযানে কর্ণফুলীর দুই তীরের অনেকটাই এখন দখলমুক্ত হলেও দূষণ কমাতে এখন পর্যন্ত নেওয়া হয়নি তেমন কোন পদক্ষেপ। কর্ণফুলীর চাক্তাই খালের পাশ থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।