বাঁশখালীতে ৫ ইউনিয়নে পৃথক হামলা-সংঘর্ষে আহত ২২

0

বাঁশখালীর শেখেরখীল, চাম্বল, শীলকূপ, পুঁইছড়ি ও সরল ইউনিয়নে পৃথক পৃথক হামলা ও সংঘর্ষে অন্তত ২২ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৭ জনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে মো. আমিনুল্লাহ (৪৫), হাজেরা বেগম (১৮), বুলবুল আক্তার (১৬), হাফছা বেগম (৬০), আনাড় কলি (৪০), আতিকুর রহমান (৩১), সিরাজুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৩০), মো. রিদোয়ান (৪০), মো. ছোটন (১৭), মরিয়ম বেগম (৪০), ইউনুছ আদনান (২৪), মঞ্জুর হোসেন (৫৮) ও কুলসুমা আক্তারের (১৪) নাম জানা গেছে।

জয়নিউজ/উজ্জ্বল/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM