সীতাকুণ্ডে ক্রেন উল্টে চালক নিহত

0

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্রেন উল্টে চালক জসিম উদ্দিন (১৮) নিহত হয়েছেন। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মিনি ক্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর উল্টে যায়। এতে উক্ত ক্রেনের চালক গাড়ির নিচে চাপা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জয়নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির নিচে চাপা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জয়নিউজ/সেকান্দর/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM