খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়: কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়, এতে সরকারের কোনো হাত নেই।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তাঁর জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া এখন কাবাবন্দি। আজ ৮ ফেব্রুয়ারি তাঁর কারাবন্দি দশার এক বছর হলো। দুটি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM