আসছে ঋতুরাজ, সাজছে প্রকৃতি নিজস্ব প্রতিবেদক 8 February 2019 12:30 pm আর মাত্র ক’দিন। আসছে ঋতুরাজ বসন্ত। শীতের বিরহী ভাব থেকে বেরিয়ে আবার পত্র-পুষ্পে ভরে উঠবে বৃক্ষরাজি। প্রকৃতিতে তারই আমেজ। প্রকৃতি মেতে উঠেছে নতুন সাজে সাজতে। বসন্তের বারতা নিয়ে অরণ্যের অগ্নিশিখা পলাশ ফুটেছে। পাখির কূজনে মুখর হচ্ছে জনপদ। শুক্রবার নগরের টাইগারপাস মোড় থেকে বসন্তের আগমনী বার্তার এ ছবিগুলো জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়ার তোলা। 0 শেয়ার 0 শেয়ার