নগর বিএনপির ২৮ নেতা-কর্মী কারাগারে

0

চট্টগ্রামে ১১ মামলায় নগর বিএনপির ২৮ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নগর বিএনপির সহসভাপতি শফিকুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল, ওয়াকিল, মিন্টু ও শাকিল।

মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ‘হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন নগর বিএনপির ২৮ জন নেতা-কর্মী। জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

জয়নিউজ/পার্থ নন্দী/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM