আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ বরখাস্ত

চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জয়নিউজকে নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেন বেগম ।

- Advertisement -

তিনি জানান , ‘কর্তব্যে অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন- আকবরশাহ থানার উপ-পরিদর্শক ফখরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রসিকিউশন বিভাগের কনস্টেবল হাসান চৌধুরী।

- Advertisement -google news follower

১৪ আগস্ট আদালতের এজলাসের হাজতখানা থেকে তিন আসামিকে বুঝে নিয়ে এসআই ফখরুল ইসলাম ও তার সঙ্গীয় একজন কনস্টেবল অতিরিক্ত উপ-কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে যাচ্ছিলেন। এ সময় তাদের হেফাজত থেকে মাদক মামলার আসামী মাসুদ রানা পালিয়ে যান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM