আবারও স্কুলে যাচ্ছেন নেহা কক্কর!

0

পরনে স্কুল ড্রেস, ক্লাস রুমে ঢুকলেন নেহা কক্কর, ক্লাসের এক ছাত্রের সঙ্গে চোখে চোখে ইশারাও হল। সম্প্রতি অন্যরূপে ধরা দিলেন গায়িকা নেহা কক্কর। এভাবে ছাত্রীর বেশে নেহাকে আগে দেখেছেন? তবে এটা বাস্তবে নয়। ক্যামেরায়।

ভাই টনি কক্করের নতুন মিউজিক অ্যালবাম ‘কুছ কুছ হোতা হ্য়ায়’-তে এভাবেই দেখা গেছে ‘আঁখ মারে’ গায়িকা নেহাকে। যদিও এই মিউজিক অ্যালবামে ছোট্ট একটু ভূমিকাতেই দেখা গেছে নেহাকে। পুরো মিউজিক অ্যালবামটি আবর্তিত হয়েছে নেহার ভাই টনি ও তার স্কুল জীবনের নতুন প্রেমকে ঘিরে।

জয়নিউজ/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM