কোতোয়ালিতে ৭ কোচিং সেন্টার সিলগালা

0

সরকারি নির্দেশনা অমান্য করায় নগরের কোতোয়ালির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি কোচিং সেন্টার সিলগালা করেছে র‌্যাব।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আর্থিক জরিমানাও আদায় করা হয়‌।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয় বলে জয়নিউজকে জানান র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান।

এসময় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার খোলা রাখায় স্টাডি পয়েন্ট, প্রমিলা টিচিং হোম, রাসেল স্পেশাল কেয়ার, আন্না কেয়ার, বেসিক পয়েন্ট ও আমাদের পাঠশালা কোচিং সেন্টারকে সিলগালা ও আর্থিক জরিমানা করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে কাজী মো. তারেক আজিজ জয়নিউজকে বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার তথ্য পেয়ে আমরা এ অভিযান চালিয়েছি।

জয়নিউজ/হিমেল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM