দুর্ঘটনা এড়াতে ভারী যানবাহন যাতে উঠতে না পারে সেজন্য নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের লুপগুলোতে ওঠার মুখে ‘ভারী যানবাহন চলাচল নিষেধ’ সম্বলিত সাইনবোর্ড লাগানো হয়েছিল। কিন্তু চোরদের তা বোঝাবে কে? ফ্লাইওভারের বায়েজিদমুখী লুপের সামনের সাইনবোর্ডের একপাশের অংশটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ফলে ওই অংশ দিয়ে অবাধে চলছে ভারী যানবাহন। যে কারণে ফ্লাইওভারের ওই অংশে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তবে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সিডিএ’র চোখে হয়ত এখনো পড়েনি তা। মঙ্গলবার দুপুরে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।