হালদা নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। উত্তোলন করা বালু বিক্রির জন্য বোটভর্তি করে নদীর পাড়ে সারিবদ্ধ করে রাখছে তারা। এতে হালদার পানি হচ্ছে দূষিত। ক্ষতি হচ্ছে মিঠাপানিতে মাছের প্রাকৃতিক প্রজননস্থল হালদা। মঙ্গলবার বালুভর্তি বোটের ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।