গুইদোকে ইউরোপিয় দেশগুলোর সমর্থন

0

বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টর স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ ইউরোপের দেশগুলো।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেওয়া সময়সীমার মধ্যে আগাম নির্বাচন দিতে অস্বীকার করায় তারা সোমবার (৪ ফেব্রুয়ারি) এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছে বিবিসি।

গত মাসে গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দেয়।

অন্যদিকে, ইইউ’র দেশগুলো ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে মাদুরোর সমর্থক রাশিয়া।

পদত্যাগের জন্য মাদুরোর ওপর ক্রমেই চাপ বাড়তে থাকায় দেশটি এখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। মাদুরো বলেছেন, ‘কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। আমরা আমাদের দেশরক্ষায় প্রস্তুত।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম সিবিএসকে বলেন, ভেনেজুয়েলা বিষয়ে এখন সামরিক হস্তক্ষেপই একমাত্র ‘অপশন’।
কিন্তু মাদুরো সতর্ক করে বলেছেন, মার্কিন নেতৃত্ব যদি এই ঝুঁকি নেয় তাহলে ভিয়েতনাম যুদ্ধের পুনরাবৃত্তি হবে।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM