ফুটপাতের গুদাম! নিজস্ব প্রতিবেদক 4 February 2019 6:09 pm নগরের ফলমুন্ডি এলাকার ফুটপাতের প্রায় পুরোটাই চলে গেছে অবৈধ দখলে। ব্যবসায়ীরা ফলের খালি প্লাস্টিকের বাক্সগুলো ফেলে রেখেছেন ফুটপাতেই। তাই পথচারীদের বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে মূল সড়কে। সোমবার ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার 0 শেয়ার