ভূমিমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট

0

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা হঠাৎ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

রোববার (৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় তিনি ভূমি অফিসে প্রবেশ করেন।

এসময় মন্ত্রী দায়িত্বরত কর্মকর্তাদের কাজের খোঁজখবর নেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ভূমিমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে নগরের সদরঘাটে বিআইডব্লিউ ঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড় পরিদর্শনে আসেন তিনি।

এসময় মন্ত্রী প্রভাবশালীদের দখল থেকে কর্ণফুলী নদীর পাড় মুক্ত করতে নিজের অনড় অবস্থানের কথা জানান।
মন্ত্রী বলেন, কোনো প্রভাবশালী নেই। প্রভাবশালী বলতে আমি কিছু বুঝি না। সরকারের চেয়ে প্রভাবশালী কে! আদালতের রায় আমাদের আছে। কাজ দেখেন, কথা বেশি বলে লাভ নেই।

জয়নিউজ/কাউছার/বিশু/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM