ব্রাজিলে বাঁধ ধসে নিহত ১২১, নিখোঁজ ২২৬

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাঁধ ধসে ১২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ২২৬ জন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -

গত ২৫ জানুয়ারি ব্রুমাদিনহো শহরে লোহার আকরিক খনির কাছে দেশটির সবচেয়ে বড় খনি কোম্পানি ভেলের নিয়ন্ত্রণে থাকা বাঁধটি ধসে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়।

- Advertisement -google news follower

মাইনাস গেরাইস রাজ্যের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধারে এখনও অভিযান চলছে। এক সপ্তাহে জীবিত কাউকে উদ্ধার করা হয়নি। এ কারণে যারা নিখোঁজ রয়েছে তাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

হতাহত এবং নিখোঁজদের মধ্যে অধিকাংশই শ্রমিক বলে জানা গেছে। বাঁধ ধসে পড়ার সময় অনেকেই সেখানকার একটি ক্যাফেটোরিয়াতে দুপুরের খাবার খাচ্ছিলেন। ফলে সেখানে থাকা লোকজন কাদামাটির স্রোতে চাপা পড়ে।

- Advertisement -islamibank

নিখোঁজদের মধ্যে প্রায় ২শ’ জন বাসিন্দাই মাইনাস গেরাইস রাজ্যের ব্রুমাদিনহোর প্রত্যন্ত এলাকার বাসিন্দা। সেখানেই ভেলে খনি কোম্পানি অবস্থিত। এ নিয়ে গত ৩ বছরে এটা বাঁধ ধসে পড়ার দ্বিতীয় ঘটনা।

জয়নিউজ/বিশু/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM