নগরে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। জনসচেতনতার অভাব এ দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। মোটরসাইকেলে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক হলেও, অনেকে সেটা মানছে না। ছবিতে দেখা যাচ্ছে, ব্যস্ত সড়কপথে মোটরসাইকেলে চেপে যাচ্ছে ৪ জন। এরমধ্যে দু’টি শিশু। প্রথমজনের মাথায় হেলমেট থাকলেও বাকি তিনজনের মাথায় হেলমেট নেই। যে কোনো সময় দুর্ঘটনায় অকালে ঝরে যেতে পারে অমূল্য জীবন। সচেতনতা কোনো আইন প্রণয়ন বা ট্রাফিকের কড়াকড়ি ব্যবস্থাপনায় আনা যাবে না। এটা স্বভাবজ। লালখানবাজার এলাকা থেকে রোববার ছবিটি তুলেছেন আমাদের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।