আল্লামা শফীর সঙ্গে তুর্কি প্রতিনিধিদলের সাক্ষাৎ

0

হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

শনিবার ( ২ফেব্রুয়ারি) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় ওই প্রতিনিধিদলের সাথে সাক্ষাতের খবরটি নিশ্চিত করেন মাদ্রাসার মুখপাত্র মুফতি সরওয়ার কামাল।

এ প্রতিনিধিদলে ছিলেন মোহাম্মদ আলী বাজি, খলিল ইব্রাহিম ইলমাজ, ইউসুফ খারা, নেহাত ওজদেমির ও সানের যে জেভেজি।

মুফতি সরওয়ার কামাল জানান, মাদ্রাসা পরিদর্শন শেষে হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জয়নিউজ/তালেব/বিশু/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM