বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ আহত ৫

0

বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিরচর গ্রামে সন্ত্রাসী হামলায় সস্ত্রীক ইউপি সদস্যসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জালিয়াখালী নতুন বাজার এলাকায় দুই দফা হামলার পর ইউপি সদস্যের বাড়িতেও মহিলাদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

আহতরা হচ্ছেন শীলকূপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক আকবর প্রকাশ বাহাদুর (৩০), স্ত্রী তাসমিন আক্তার (২০), বড়ভাই সিদ্দিক ফারুখ (৩৫), দুই ভাইয়ের স্ত্রী হাছিনা আক্তার (২৪) ও সোনিয়া আক্তার (২৫)। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুট করে।

আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি সদস্য সিদ্দিক আকবর প্রকাশ বাহাদুর বলেন, জালিয়াখালী নতুন বাজারে আমার বড় ভাই সিদ্দিক ফারুখের কম্পিউটারের দোকানে শনিবার সকালে রুহল কাদেরের নেতৃত্বে সন্ত্রাসীরা এসে দোকানটির মালিকানা দাবি করে। এ সময় আমার ভাইয়ের ওপর উর্পযুপরি হামলা চালায়।

এ খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমার ওপরও হামলা করে। পরে তারা আমার বাড়িতে গিয়ে মহিলাদের ওপরও হামলা চালায়। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।
বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জয়নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়নিউজ/উজ্জ্বল/বিশু/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM