সীতাকুণ্ডে পিকআপভ্যান উল্টে চালক নিহত

0

সীতাকুণ্ডে মালবোঝাই পিকআপভ্যান উল্টে চালক আবদুল হামিদ (৪৯) নিহত হয়েছেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ওয়াছি আজাদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে মালবোঝাই করা হচ্ছিল। এসময় হঠাৎ চাকা পিছলে পিকআপভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে গাড়িতে থাকা চালক আবদুল হামিদ নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জয়নিউজ/সেকান্দর/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM