ট্রাকে মিলল ৩০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

0

নগরের বন্দর থানা এলাকায় ৩০ হাজার পিস ইয়াবাসহ আবু বক্কর সোহাগ (২৫), মো. ইলিয়াছ (২৮) ও মোহাম্মদ খুরশিদ (৩০) নামে তিনজন ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে বন্দরের মনছুর মার্কেটের সামনে একটি ট্রাকে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) আরেফিন জুয়েল জয়নিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করি। কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় তারা পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আবু বক্কর সোহাগের বাড়ি নগরের আকবর শাহ এলাকায়, মো. ইলিয়াছের বাড়ি বান্দরবানের লামা উপজেলায় ও খুরশীদের বাড়ি কুমিল্লায় বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM