সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী শানু

0

সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী শানারেই দেবী শানু

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে তাকে বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিন বাজার এলাকায় শানুকে বহনকারী মাইক্রোবাসটিকে চলন্ত অবস্থায় হঠাৎ একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের সঙ্গে আসা আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে শানু সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক জোরে ধাক্কা লাগার কারণে বুকে ও পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এখন এই অবস্থাতেই অন্য আরেকটি গাড়িতে করে শুটিং করতে যাচ্ছি।’

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM