নগরে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

0

নগরের আকবরশাহ এলাকায় দুই পক্ষের মারামারিতে মো. মাসুদ (২৮) নামে এক যুবলীগ কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় যুবলীগের অফিসের ভেতর এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ আকবরশাহ থানার মাস্টারলেইন এলাকার আবুল বাশারের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, বেলতলীঘোনা এলাকায় যুবলীগের পার্টি অফিসের ভেতরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জের ধরে মারামারি শুরু হয়। একপর্যায়ে মাসুদকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মাসুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

জয়নিউজ/রুবেল/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM