দেবরকে নতুন জামা দেওয়ায় অভিমানে ভাবির আত্মহত্যা

0

দেবরকে নতুন জামা কিনে দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ভাবি। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের বায়েজিদ থানার বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আঁখি আক্তার সুলতানা (১৮)। তিনি নেত্রকোনা জেলার সদর থানার শিবপ্রসাদপুর গ্রামের রবিউল আওয়ালের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জয়নিউজকে বলেন, স্বামীর আপন ছোট ভাইকে নতুন জামা কিনে দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া হয় গৃহবধূ আঁখির। ঝগড়ার পর আঁখি শুক্রবার সকালে টিনসেড ঘরের সিলিংয়ের লোহার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে পরিবারের সদস্যরা আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/রুবেল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM