আলীকদমে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে জরিমানা

বান্দরবানের আলীকদমে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার।

- Advertisement -google news follower

এসময় ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বালি পাচারকালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯০ এর ৬ (খ) ধারায় মোঃ ইমরান নামে এক বালি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও নজির মেম্বার পাড়ায় জমানো পাথর ভাঙানোর কাজে নিয়োজিত শ্রমিক মোঃ ফজজুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাবু পাড়ার মাতামুহুরী নদীর তীরবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের সময় ডাম্পারচালক মোঃ আরিফকে বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার বলেন, আলীকদমে কোন প্রকার বালি মহাল বা পাথর কোয়ারী ইজারা নেই। অবৈধভাবে কিছু লোক বালি ও পাথর উত্তোলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জয়নিউজ/হাসান তারেক/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM