যৌন সুবিধা পাওয়ার কোড ফাঁস করলেন শার্লিন!

0

বলিউডে শার্লিন মুখ খুললেই বিতর্ক সৃষ্টি হয়। এমনই এক মন্তব্যে ফের সংবাদ শিরোনাম হলেন শার্লিন।

যৌন সুবিধার নিরিখে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাকি কাজের লেনদেন হয়। এমন গসিপ ইন্ডাস্ট্রিতে নতুন নয়। তবে অধিকাংশই এ প্রশ্ন এড়িয়ে যান। কেউ আবার সরাসরি এর বিরোধিতাও করেন।

সম্প্রতি শার্লিন জানান, ‘ডিনার’ শব্দটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন সুবিধার কোড হিসেবে ব্যবহার হয়। কেউ কারও কাছ থেকে যৌন সুবিধা নিতে চাইলে নাকি ‘ডিনার’ শব্দটি ব্যবহার করেন। এই তথ্য জানার আগে নাকি বহুবার সমস্যায় পড়েছেন শার্লিন নিজে। পরিচালক, প্রযোজকরা কেন তাঁকে ‘ডিনার’-এ আমন্ত্রণ জানাচ্ছেন, তা বুঝতে পারতেন না। বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পর নাকি ‘ডিনার’ শব্দের আসল মানে জানতে পারেন তিনি।

শার্লিনের কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব নায়িকার কোনও গডফাদার থাকে না, অথবা ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকে না, তাঁদের কাছে এসব প্রস্তাব আসে।’

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM