নগর বিএনপির সভাপতি শাহাদাত জামিনে মুক্ত

0

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রায় তিন মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আমানত শাহ’র মাজার জিয়ারত করেন ডা. শাহাদাত।

শাহাদাতের আইনজীবীরা জানান, ডা. শাহাদাতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। শেষ দুটি মামলায়ও উচ্চ আদালত থেকে জামিন মিলেছে। সেই আদেশসহ অন্যান্য মামলার জামিনের নথিপত্র কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দিয়েছে।

শাহাদাতের বিরুদ্ধে মোট ৪৩টি মামলার সবক’টিতে তাঁর জামিন হয়েছে বলেও জানান তাঁর আইনজীবীরা।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM